Problem hidden
This problem was hidden by Editorial Board member probably because it has incorrect language version or invalid test data, or description of the problem is not clear.

IMJFS - ফুলের দোকান ও গড় মূল্য

সামনে একুশে ফেব্রুয়ারী। এবার জলিল ভাই ঠিক করল ফুলের দোকান দিবে কিন্তু কোন লাভ করবে না পুরাটাই স্বেচ্ছাসেবক। জলিল ভাই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দামে বিভিন্ন রকম ফুল কিনল। কেনার পর সে চিন্তা করল এক ফুল সে এক দামে বিক্রি করবে। এইজন্য তার সব ফুলের গড় দাম জানার দরকার।

ধরলাম সে N টা এলাকা থেকে বিভিন্ন দামে বিভিন্ন রকম ফুল কিনল। তোমার কাছে ফুলের নাম, ফুলের দাম এবং ফুলের সংখ্যা দেয়া আছে। তোমাকে প্রত্যেকটা আলদা আলদা ফুলের গড় মুল্য এবং মোট সংখ্যা বলতে হবে।

 

Input:

প্রথম লাইনে একটা পূর্ণ সংখ্যা N দেখা হবে। (সে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দামে যে ফুল কিনছে)

পরবর্তী N লাইনে থাকবে f r q (যেখানে f ফুলের নাম, r ফুলের দাম এবং q ফুলের সংখ্যা)

1≤N≤10000

f will be english small Character and 1≤|f|≤20. where  |f| is length of flower

0≤r, q≤10^6 and r,q is integer

Output:

প্রথম লাইনে  n আলাদা আলাদা ফুলের সংখ্যা।

পরবর্তী n লাইনে থাকবে f a b.  f  ফুলের নাম, a ফুলের গড় মূল্য, b মোট ফুলের সংখ্যা।

তবে ফুলের নাম গুলা নামেরক্রম অনুসারে লিখতে হবে।

 

Sample

Input

Output

5
rose 10 20
jasmine 6 10
lily  3 15
rose 7 20
lily 3 20

3
jasmine 6 10
lily 3.0 35
rose 8.5 40

এখানে আলাদা আলাদা 3 ধরনের ফুল আছে।

jasmine purchase 1 time so total jasmine Quanity is 10 and average price is 6

rose Purchase 2 time 10 20 and 7 20. So total Rose is Total Rose Quantity is (20+20) 40 and average price is 340/40 = 8.5

lily Purchase 2 time 3 15 and 5 20. So total Rose is Total lily Quantity is (15+20) 35 and average price is 105/35 = 3

Average price will be accept up to 10^-6


Added by:Najmuzzaman
Date:2015-02-21
Time limit:0.5s
Source limit:50000B
Memory limit:1536MB
Cluster: Cube (Intel G860)
Languages:All except: ASM64 MAWK BC C-CLANG NCSHARP CPP14-CLANG COFFEE D-CLANG D-DMD DART ELIXIR FANTOM FORTH GOSU JS-MONKEY JULIA KTLN NIM OBJC OBJC-CLANG OCT PICO PROLOG PYPY3 R RACKET RUST SCM qobi CHICKEN SQLITE SWIFT UNLAMBDA

hide comments
2015-02-21 18:30:28 Subrata Roy
আচ্ছা, প্রব্লেম এর output ঠিক করার পর কোডের output ঠিক করেছেন তো ...???
2015-02-21 17:47:52 Arnab Das
দশমিকের পর কতগুলো সংখ্যা প্রিন্ট করা লাগবে ?
2015-02-21 17:37:42 Najmuzzaman
Floating Point is up to 10^-6

Check the Problem statement Last line
Average price will be accept up to 10^-6
2015-02-21 17:36:34 Ray
Why Jasmine is 3 10 AND lily is 3.0 35 ?
I am talking about Floating Point.
2015-02-21 17:31:00 Najmuzzaman
Now It Fixup
2015-02-21 17:29:53 Subrata Roy
What does it means "তবে ফুলের নাম গুলা নামেরক্রম অনুসারে লিখতে হবে।" is the given output fulfill this condition..??
2015-02-21 17:26:25 Md.Abdulla-Al-Sun
তবে ফুলের নাম গুলা নামেরক্রম অনুসারে লিখতে হবে।

এর সাথে মনে হয় আউটপুটের মিল নাই :/
© Spoj.com. All Rights Reserved. Spoj uses Sphere Engine™ © by Sphere Research Labs.